Thursday, December 9, 2010

ফেলে আসা মন

আমি রাতের বেলায় সুর্য দেখতে চাই
দিনের বেলায় চাঁদ ,
আমি হাঁটি হাঁটি পা পা ,
নিজের ডান হাত ধরে
পেড়িয়ে যেতে চাই ,
বুদ্ধিজীবির পাতা ফাঁদ ।

আমি মনের খাতায় লিখি কবিতার কথা ,
খাতার পাতায় আকি-বুকি ।
গোদা লোকে খুশী ভেবে ,
ধোপার হিসাব নয় লিখছে রেসিপি ।

আমি নীলবিষে জর্জরীত অন্তর মহলে মারি তালা ,
লোভীর মতন কেউ চেটে খায় ,
চোখের পাতায় ভাসা
সে বিষের জ্বালা ।

আমি হাতের মুঠোয় পেতে চাই
কবির পৃথিবী ,
নখের আয়নায় জীবন ।
কাল তুমি ছিলে আজ ফিরে পেতে চাই ,
সেই ফেলে আসা মন ।

No comments:

Post a Comment