Friday, February 25, 2011

আমি দুঃখে যাব মরে

কষ্ট এখন কষ্ট বলে হয়না মনে,
কারন স্বার্থপরের মত
মনকে আমার তোমায় ঘরে পাঠিয়েছিলাম
চিরদিনের মত ।
দেখা তো আর হয়না তোমার সাথে
তাই মিনতি মোর
আদর কোরো প্রভাত বেলায়
ভাঙ্গলে ঘুমের ঘোর ।
আমি তো আর থাকব না সেখানে,
লজ্জা পাবার হয়না যে তাই মানে ।
যেমন খুশী তেমন ভাবে
দেখো- শুধু তোমার
বুকের মাঝে রেখো
দিও না দূর করে ।
এমন যদি করো তবে
দুঃখে যাব মরে ।।

No comments:

Post a Comment