Friday, February 25, 2011

।আদম ইভ

এমন বাদলার দিনে যদি পেতাম ছুটি
জীবন থেকে, সমাজ থেকে
আপন হাতে গড়া
আমার সংস্কার থেকে ।
তবে যেতাম চলে –
অনেক অনেক দূরে ;
তোমায় দিতাম ডাক ,
বয়সটাকে বলতাম
তুই এখন থেমে থাক ।
সুর্য যেত নেমে যখন
পশ্চিম প্রান্তরে –
যেতাম ছুটে ছাতিম তলায়
তোমায় ও হাত ধরে ।
বৃষ্টি হত শুরু তখন
চমকাত বিদ্যুত –আকাশের বুক চিরে
আমার বাহুলতা তখন
রাখত তোমায় ঘিরে ।
আমার চোখে তাকিয়ে তখন
বলতে তুমি কি যে –
সেই কথাটা তুমিই বল নিজে ।।

No comments:

Post a Comment