Monday, March 14, 2011

কল্পনা না সত্য

আকাশটার কত রঙ;
কখনো নীল, কখনো বা কালো।
মেঘে ঢাকা আকাশও দেখেছি , সাদা বা ছাই ।
বিকেলের গোলাপি আকাশ ,সাতরঙ্গা রামধণু –
মাঝে মাঝে তারও দেখা পাই ।
সেদিন এক যন্ত্রযান চেপে ,
গেছিলাম আকাশ সফরে ;
যন্ত্র আর আমি
ছুটে চলেছি কিন্তু রঙ কই !
আগু-পিছু, উঁচু-নিচু ডাইনে, বাঁয়ে
শূণ্য শূণ্য শূণ্য ছাড়া আর কিছু নেই ।
উঃ কি দূরন্ত গতি ,দুর্ব্বার আকর্ষণ-
ছুটে চলেছি শূণ্যের ভিতর,
বাইরে বললেই বা ক্ষতি কি !
সীমাহীন অনন্ত যাত্রার বিভীষিকা
বুকের যন্ত্রটাকে থামিয়ে দেবে নাকি !
প্রচন্ড ভয়ে হাতল চেপে গতি কমাই ,
নাড়া খেয়ে চোখ ধুলে দেখি ,
একি আমি তো আমার খাটে ।
জানলার বাইরে সদ্য
ভোরের আকাশের সোনার হাসি ,
নুতন দিনের কাছে বিদায় নিচ্ছে রাতবাসী ।

আমার কেমন সব গুলিয়ে গেল –
কল্পনা না সত্য-কোনটা ভালবাসি !!

No comments:

Post a Comment