কেউ যদি আমায় নিয়ে হাসতে চায় ,
সে হাসুক না ।
আমি চিরটাকাল আবেগপ্রবন –
মন ভাসতে চায় তো ভাসুক না ।
অন্যে যদি ভাবতে বসে –
এর বড্ড আঠা চ্যাটচ্যাটে
পাতি ফুলিশ রোম্যান্টিক ।
সেটা তাদের নিজের জ্বালা-
আমার কি দায় বলতে যাওয়া ,
সে ভাবনাটা ঠিক না বেঠিক ।
তারা ভাবতে চায় তো ভাবুক না ।
আমি টাকার জন্য ছুটতে চাইনা –
লক্ষ্মী আসলে আসুক না ।
ঠকিয়ে খাওয়া ব্যাবসা কাদের-
খুঁজতে যাওয়া নিরর্থক,
তারা ঠগের ব্যাবসা ফাঁদুক না ।
যেমনি আমি আবেগ প্রবন –
তেমনি আমি বিশ্বাসী ,
আমার ভিতর-বাহির, জীবন-মরণ –
ঘিরছে তোমার নিঃশ্বাসই –
এ বিশ্বাসে হৃদয় আমার ভাসতে চায়-
তো ভাসুক না ।
কেউ যদি আমায় নিয়ে হাসতে চায়
তো হাসুক না ।।
Sunday, May 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment