জীবন
ভাল যখন রাখো -চায়ের টাবিল থেকে
দূর দর্শন,
সাউথ সিটি থেকে বিগ বাজার
ফোরাম নয়তো আইনক্স,
মনটা শুধু ছট ফট করে ।
এর মানে কি বেঁচে থাকা !
খাওআ শোয়া দোকান বাজার
আর ভাল ছবি-
ভয়ানক এক ঘেঁয়ে ;
মন ছোটে আর কলম কামড়ায়,
আমরা অসুখী কবি ।
যেদিন সুখ কেড়ে নাও
জীবন
যখন তুমি ঘার ধাক্কা দিয়ে
ফেল হাসপাতালের খাটে,
আমাকে বা ভালবাসি যাকে-
অথবা অন্তর মহলে জ্বালাও
আগুন হতাশার-
তখন এই মন তোমায় জরিয়ে ধরতে চায়
আমি আজ দুখী কবি
জীবন
ছেড়ে যেওনা আমায়।।
No comments:
Post a Comment