কেনরে বিষাদ পাখি মেঘ হয়ে ঢাকিস আকাশ, তোর নরম গরম বুকে
হাত রেখে
কত না বোঝাই
তবু ঝরে যন্ত্রণা ,মেঘের আড়াল
থেকে উঁকি মেরে যায় ,
সন্ধা বেলায় ,গোলাপী আকাশে
কেন বিদায়ী ভাষণ
শোনালি আমায় ,...
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় মন
আমার বাগানে আছে যত ফুল
তারা নয় ছিন্ন মূল ,
আজো হাসে তারা আজো গান গায়
সোনালী সবুজ ঘাসে পা রেখে
রুপালি ঝর্ণার ধার ঘেঁষে
নতুন আলোয় ভেসে
চোখের তারায় ,
আয় চলে আয় .
হাত রেখে
কত না বোঝাই
তবু ঝরে যন্ত্রণা ,মেঘের আড়াল
থেকে উঁকি মেরে যায় ,
সন্ধা বেলায় ,গোলাপী আকাশে
কেন বিদায়ী ভাষণ
শোনালি আমায় ,...
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় মন
আমার বাগানে আছে যত ফুল
তারা নয় ছিন্ন মূল ,
আজো হাসে তারা আজো গান গায়
সোনালী সবুজ ঘাসে পা রেখে
রুপালি ঝর্ণার ধার ঘেঁষে
নতুন আলোয় ভেসে
চোখের তারায় ,
আয় চলে আয় .
Sorry I missed your comment. Yes please
ReplyDeletegive me details of your platform and how u work