সময়ের সাথে দিল্লাগী
খালি মুহূর্ত গুলি চলে যায়
না ধরতে পারে দিল
মুশকিল মুশকিল
হিসাব বিহীন
না হাসি না খেলা
হারিয়ে গেল চির তরে হায় !
না কিছু ভেবেছি না লিখেছি
সুধু চেয়ে থাকি
তুই আসবি কি
প্রেম আমার কাছে আয়
জীবন ফাঁকি দিয়ে যায়
মনে পরেনা যে কবে দেখেছি
ওই নীল আকাশে গোলাপী মেঘের ভেলা
উঁকি মারে ডুবন্ত রবি
হেসে বলে কি লিখেছ কবি !
দিল বলে হায়
সময় হারিয়ে যায়
ফিরে আর আসেনা যায় বয়ে যে বেলা !
তাই অন্তর্মুখী মন দিল্লাগী করে সারাক্ষণ
যায় যাক সময়
যার সাথে এ প্রণয়
সে ঠিক বুঝেছে - নারী
আমি জীবন দিতে পারি
বেলা অবেলার খেলা তবু করবনা সমাপন!
No comments:
Post a Comment