Saturday, March 28, 2015

ধরিত্রীর মতো সর্বংসহা মা আমার

 আমাকে ও কেউ ভালবেসেছিল
মার স্নেহে টেনে নিয়েছিল কোলে
কোনো এক বৃষ্টি ভেজা রাতে
ফুটপাথে  রাস্তার ধারে সদ্যজাত
শিশুটিকে  ছেড়া  আঁচলের  তলে
ঢেকেছিলে , স্নেহের ওমে মাখো মাখো
আমি চেয়েছি তোমার মুখে  -
কে  তুমি স্নেহময়ী  , ফেলে দেওয়া
ভার  নিজ হাতে তুলে নিলে
ভিখারিনী  জননী  তুমি কার ,
ধরিত্রীর  মতো সর্বংসহা  মা আমার !

No comments:

Post a Comment