জীবনের আনন্দ ভিতরেই থাকে
তাকে বৃথা হন্য হয়ে খুঁজি
তারপর দুক্ষ ছেয়ে যায়
অধরা খুশির আশায়
কাঁদে প্রাণ মন, তখন
গভীর দুঃখ ভারী হতে থাকে
অন্ধকার চারি ধার
আনন্দের এল খুঁজে ফেরে
শরীর মন এক সাথে বেদনার
পাঁকে ডুবে যায় - সে কালো
তরলে মন তরণী ভাসায় ,
চুপি চুপি টুপ টাপ
ঝরে পরে জল - অনন্ত অতল
এক আনন্দ সাগরে ,
কবি বাস করে
বেদনার রঙ দিয়ে ছবি এঁকে যায়
অচেনা ভাষায়
আমি দেখি আমি শুনি
সে গভীর আনন্দ সাগরে দিয়ে ডুব
কবি, আমি তোর কাছে ঋণী
তাকে বৃথা হন্য হয়ে খুঁজি
তারপর দুক্ষ ছেয়ে যায়
অধরা খুশির আশায়
কাঁদে প্রাণ মন, তখন
গভীর দুঃখ ভারী হতে থাকে
অন্ধকার চারি ধার
আনন্দের এল খুঁজে ফেরে
শরীর মন এক সাথে বেদনার
পাঁকে ডুবে যায় - সে কালো
তরলে মন তরণী ভাসায় ,
চুপি চুপি টুপ টাপ
ঝরে পরে জল - অনন্ত অতল
এক আনন্দ সাগরে ,
কবি বাস করে
বেদনার রঙ দিয়ে ছবি এঁকে যায়
অচেনা ভাষায়
আমি দেখি আমি শুনি
সে গভীর আনন্দ সাগরে দিয়ে ডুব
কবি, আমি তোর কাছে ঋণী
No comments:
Post a Comment