Sunday, March 8, 2015

ওগো ও সাধারণ মেয়ে.

সে এক অতি সাধারণ মেয়ে 
কপাট ধরে পথের পানে চেয়ে 
তার মন ছিল আনমনা -
চোখ দুটি তার যেন দোয়েল পাখি 
মনের ভিতর চলছে ডাকাডাকি 
মনের মানুষ এই পথে এসোনা !
তোমায় না দেখে এ ই মন
হলো বড়ই উচাটন 
কতো বোঝাই 
মন তবু বোঝেনা 
----
সাধারণের দাম নেই সমাজে 
সবাই শুধু অসম্ভবই মজে 
অর্থ , শিক্ষা , রূপ ও প্র্প্তিষ্ঠান 
মাপ কাঠিটা অনেক উঁচু -
সাধারণের নেই এখানে স্থান 
------
কিন্তু সে যে এসেছিল কাছে 
বলেছিল ভালোবাসি 
অদেয় কিছুই থাকেনা তো প্রেমে 
তাই শরীর ও করেছি বাসী 
আজ যদি সে ফিরে না আসে 
কোথায় দাঁড়াব আমি 
------

তুমি সমাজের মতো সুচতুর হও 
নয় এসো রাস্তায় নামি ,
সাধারণের জন্য অনেক কঠিন নিয়ম আছে
ভালো যদি থাকতে চাও তো 
রাখো নিজের কাছে 
তোমার ভালবাসার দান 
যে জন তার মূল্য না বোঝে 
হৃদয় মাঝে রেখোনা তার স্থান 
অমূল্য এ মানব জীবন 
ঈশ্বরের ই দান
তুমি প্রস্ফুটিত গোলাপ যেন 
নও কো সাধারণ 
খোঁজো তোমার মনের মানুষ 
নিজের মাঝে চেয়ে 

ওগো ও সাধারণ মেয়ে. 

No comments:

Post a Comment