আজ তুই কত দুরে
কোন সে স্বপ্ন পুরে
একা নাকি সঙ্গী আছে আরো !
কেন তুই গেলি চলে
নিষ্ঠুর কথা বলে
নিজের জগত নিজে গরো !
আমি অতি সাধারণ
এক ই পথে বিচরণ
তোকে বিনা শুন্য পৃথিবী
এখন একলা বসে
জীবন অঙ্ক কষে
বুঝে গেছি নেই অন্য গতি
তাই পথ চেয়ে থাকি
ফিরে কেউ আসবে কি
সূর্য পাটে নেমে গাছে ওই
আকুল ব্যাকুল প্রাণ
শুধু করে আন চান
আমার সে চোখের আলো কোই
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বুকে
স্নেহের আঁচলে দেবো ঢেকে
যত কষ্ট তোর
আমার না বলা কথা
বুক ফাটা কষ্ট ব্যথা
হবে নাকি ভোর !
যাসনা যাসনা ছেড়ে
ফিরে আয় মাতৃ ক্রোড়ে
ওরে অভিমানী
যতো ডাকি যতো কাঁদি
আছে আরো কত বাকি
আমি কি তা জানি !
যাক সব রসাতলে
পুড়ে যাক দাবানলে
সব কিছু পুরে হক ছাই
শুধু তুই আয় ফিরে
সব স্বপ্ন তোকে ঘিরে
শুধু মাত্র তোকে ফিরে চাই
কোন সে স্বপ্ন পুরে
একা নাকি সঙ্গী আছে আরো !
কেন তুই গেলি চলে
নিষ্ঠুর কথা বলে
নিজের জগত নিজে গরো !
আমি অতি সাধারণ
এক ই পথে বিচরণ
তোকে বিনা শুন্য পৃথিবী
এখন একলা বসে
জীবন অঙ্ক কষে
বুঝে গেছি নেই অন্য গতি
তাই পথ চেয়ে থাকি
ফিরে কেউ আসবে কি
সূর্য পাটে নেমে গাছে ওই
আকুল ব্যাকুল প্রাণ
শুধু করে আন চান
আমার সে চোখের আলো কোই
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বুকে
স্নেহের আঁচলে দেবো ঢেকে
যত কষ্ট তোর
আমার না বলা কথা
বুক ফাটা কষ্ট ব্যথা
হবে নাকি ভোর !
যাসনা যাসনা ছেড়ে
ফিরে আয় মাতৃ ক্রোড়ে
ওরে অভিমানী
যতো ডাকি যতো কাঁদি
আছে আরো কত বাকি
আমি কি তা জানি !
যাক সব রসাতলে
পুড়ে যাক দাবানলে
সব কিছু পুরে হক ছাই
শুধু তুই আয় ফিরে
সব স্বপ্ন তোকে ঘিরে
শুধু মাত্র তোকে ফিরে চাই
No comments:
Post a Comment