Sunday, March 8, 2015

অভিমান

কালের আগমনে চোখ পেতে রাখি 
এসেছে কি 
বাতাসের নির্ঝরে শুনি পদশব্দ 
সে কি এলো !
জানি চলে গেছে বিগত সে
তবু কেন ফিরে ফিরে আসে 
ছায়া ঘন চোখের মায়ায় 
বুক ভাঙ্গা যন্ত্রণা ,
আশাহীন নীরবতা ,
তছ নছ করে ডাকে 
এই তো সে আমার ছায়ার সাথে 
পায়ে পায়ে হেঁটে চলে 
অন্ধকারে মিশে 
দেখিনা শুনিনা তাকে 
স্পর্শ না করি 
তবু সে আমারি স্বপ্ন
আমার বেদনা 
আমার সকল দিয়ে গড়া 
কল্পনা 
অতীতের অভিমান 
আজও তাকে নিয়ে চলি বোয়ে ,
বর্তমান
অভিমান
ছাড়াতে না পারি যদি 
যাবে সাথে সাথে 
আগামী আলোতে 
অন্ধকার হোয়ে 

No comments:

Post a Comment