Wednesday, March 25, 2009

তোমার আড়ালে


মনে হল সব কিছু আড়াল করে দাঁড়িয়ে আছ-

দু-হাতে সরিয়ে সব বাধা,

অভয় দৃষ্টি মেলে-

চির চেনা তুমি,

আমি নিশ্চিন্ত, নির্ভয়-

অন্তর থেকে

টেনে এনে, ছোট ছোট সৃষ্টি -

অকিঞ্চিত,

কার জন্য রাখি যে সাজিয়ে ।

আমি শুনি কথা বল তুমি

শিউলি, বকুল, চাঁপা,

গন্ধ ছড়ায় ,

সেই কথা মালা গেঁথে,

উপহার,

কার জন্য রাখি যে সাজিয়ে ।

দূরে ঐ আকাশ ভরা তারা-

হাতছানি দেয়,

মনে হয় এইখানে আছ যেন

একেবারে কাছে,

কাছে-দূরে ভেদ নেই

তোমার-আমার,

মিলে-মিশে একাকার,

ভাবনার রঙে আল্পনা এঁকে

কার জন্য রাখি যে সাজিয়ে ।