Monday, March 30, 2009

আমি গভীর হতে চাই




আমি সাদা মেঘ , হাল্কা বড়, জল নেই মোটে ।

তোমার চোখে এত জল!

ভ'রে দাও, ঢেলে দাও,

আমি গভীর হতে চাই ।

দু-চোখে আমায় কাজল করে নিও ,

আমি তোমাকে নিয়ে যাব

অনেক দূরে, ।অচিন পুরে -

তোমার উদাস দৃষ্টি মেলে দাও ,

বেদনার রক্তে রাঙা পশ্চিম আকাশ

হাতছানি দেয় -

আমি গভীর হতে চাই,

উদাসী বাঁশিতে প্রাণ

করে আনচান ।

আমি সাদা মেঘ, হাল্কা বড়

তোমার সঙ্গীতে ঢাল প্রাণ,

আমায় পূর্ণ করে দাও ।।

দাও হাতে হাত,

এখান, এইখানে আছে স্বর্গ -

মেঘের ওপাড়ে নাই গেলে ,

আমি বট বৃক্ষ

তুমি আশালতা হয়ে আমাকে জড়াও ।

আমি গভীর হতে চাই,

তুমি বেদনার আবির মাখাও ।।