Monday, May 4, 2009

কারখানা চাই

আমরা চাই কারখানা গড়তে -
তাই গরীব চাষী , তোমাদের হবে সরতে ,
ভেবে দেখ, টাটার মতন মহাজন,
তোমাদের ঐ তিন-ফসলা জমি,
সবটুকু তিনি চান ।।

এমন মূর্খ হবে কি তোমরা,
দেবে উন্নয়নে বাধা ?
ঝাঁ-চক চকে গাড়ি বের হবে,
শিক্ষিত সব বেকার যুবক,
তাদের চাকরী এখানে বাঁধা ।।

তোমরা কি খাবে ?
কেন- "ইনটিরিয়ার ডেকরেশানের " কাজ
শিখিয়ে দেবে আমাদের লোক,
তোমরাও কাজ পাবে।।


সেটা কি রকম? একেবারে সোজা -
যেমন চাষের কাজ আর কি?
রাজার হাটের ওনেক চাষীকে শেখান হয়েছে-
তারা এখন করছে চাকরী [????]

ফসল ফলিয়ে কতটুকু আর

আমদানী হয় রাজ্যে,

কারখানা হলে কোটি কোটি টাকা-

পাবে কত বেকার ছেলেরা কাজ যে ।

বিরোধীর কথা শুননা তোমরা

ওরা মূর্খের দল, খেপিয়ে তুলছে চাষী ,

তিন-দশকেতে কত কারখানা বন্ধ করেছি

তার হিসাব চাইছে বাসী ।।

রাজ্য আমার পুলিশ আমার

কিছু বুদ্ধুজীবিও পুষেছি সুযোগ ছড়িয়ে

হিসাব দেবার ধার তো ধারিনা

দেব কেডার বাহীনি লড়িয়ে ।।

No comments:

Post a Comment