Wednesday, December 2, 2009

মা


তুমি নগ্ন অসহায়, ফুটপাথে বসতি বানাও,

বিগবাজার, সাউথ সিটি মল,

ফুটপাথে এক হাঁটু জল।

কিছু টাকা পেয়েছ হয়তো তুমি

আমার করুণায় ।

আমি স্বর্গের সিঁড়ি তৈরী করি

ছোটো ছোট দানে ।

জর্জেট সারী, জরি-বুটি, রুবির রক্ত ঝরে কানে ।

অনেক পেয়েছি আমি,

বাড়ি, গারি, সোনা,

তবু আমি স্বর্গের সিঁড়ি খুঁজে ফিরি।

স্বর্গের সিঁড়ি বুঝি এই কটা,

তাকে হাতে যায় গোনা !

তোমার শুকনো বুকে মুখ গুঁজে কেঁদে মরে মেয়ে,

আমার সিক্ত বুকে টন টনে ব্যাথা-

কি করে বোঝাই আমি,

ফেলে গেছি একরাতে তোমার পায়ের কাছে

আমার সদ্যোজাত মেয়ে ।

No comments:

Post a Comment