Friday, December 25, 2009

আজকের ডাক্ষার


তোমার হাটে মৃত্যু, তোমার হাতে জীবন ।
সার দিয়ে শুয়ে আছে কংকাল শরীর ,
কোন দিকে টেনে নিয়ে যাবে তাকে !
মৃত্যুর হাটে !
নাকি মঙ্গলময় হাতে তার ফেরাবে জীবন !
মানুষের হাড়-মাস-চামড়া নিয়ে কারবার তোমার
দু-চোখ জ্বলে শকুনের মত ।
কত, কত, কত টাকা এনে দেবে
এক একটা শরীর যেন রত্নভান্ডার ।
খুঁড়ে খুঁড়ে, কেটে ছিঁড়ে
রক্তাক্ত দু-হাত,
তবু শ্রান্তি নেই, নেই ক্লান্তি ।
আরো, আরো, আরো চাই ,
রক্তশোষা বাদুরের ধারালো দাঁত তোমার ।
হায় ! একদিন তুমি ছিলে মানুষের ভগবান -
তুমি আজকের ডাক্তার ।।

No comments:

Post a Comment