Tuesday, December 22, 2009

সুরে সুরে

বিশ্বাস তো নিজেকে করাই মুশকিল,
পরের কথা তো দূরে,
আজকের ভালবাসা
থাকেনা জীবন জুরে ।।

অনেক প্রেমের কথা- ইনিয়ে বিনিয়ে বলা,
দেহের আগুনে পুড়ে
একসাথে পথ চলা,
একদিন যায় থেমে ।

আবেগের রাশ টেনে -দুজনে দুদিকে চলা ;
হঠাত-ই বুকের মাঝে,
নতুন ছোট্টো ব্যাথা
কোথা থেকে আসে নেমে ।

পিছনে তাকিয়ে দেখি কত নদী গেছে বয়ে ,
সাগরের পথ ধরে ।
ছোটো ছোটো যত ঢেউ,
খুঁজেছি হন্যে হয়ে ।

আগে পিছে নেই সেতো- আছে যে অন্তঃপুরে,
সেখানে দরিয়া-দিলে
তোমার বাঁশিটি বাজে
চির চেনা সেই সুরে ।

যে সুরে জীবন জাগে, যে সুরে মরন নামে,
আঁধারে-আলোতে ,
জোয়ারে-ভাঁটায়
বাজে সে হৃদয় জুরে ।।

No comments:

Post a Comment