আমাদের খোকা সে,
ভেবনাকো বোকা সে ,
যদিও সে পারেনাকো গুনতে ,
যত বলি স্কুলে চল ,
সে কেবল খেলে বল ,
কথা যেন পায়না সে শুনতে ।
বয়সটা বেড়ে যায় ,
বন্ধুরা ছেড়ে যায় ,
তবু দেখ নেই তার লজ্জা ।
রকমটা দেখে তার ,
গায়ে জ্বর মা-বাবার ,
দাদু-দিদা নিয়েছেন শয্যা ।
খুকি তার ছোট বোন ,
করেছে একটা পণ ,
দাদাকে সে করবেই জব্দ ।
একা একা বসে ঘরে ,
চুপিচুপি বই পড়ে ,
লিখেছে সে এই বড় পদ্য ।
তার লেখা ছড়াতে,
দাদা চড়ে ঘোরাতে,
ধবি ঘাটে যায় জামা কাচতে ।
বিদ্যান বোন তার ,
হয়ে গেছে ডাক্তার ,
রোগী আসে তার কাছে বাঁচতে ।
খোকা বলে এইবার ,
বেড়ে গেছে বড় বার ,
জানেনা কি খুকিদের নেই দর ।
যদি হই মুখ্যু ,
নেই কোন দুঃখ্যু ,
বাংলায় খোকাদের ই দরকার ।
খুকিগুলো বড় হলে ,
বাবা-মা রা পরে ঝুলে ,
বড়-সর খোকা দেখে গলাতে ।
সোনা-দানা, টাকা যত ,
এমনি ই আসে সে তো ,
হয় নাতো ডাক্তারি ফলাতে ।
খুকি বলে তাই বটে ,
বুদ্ধিতো নেই ঘটে ,
সন্মান কাকে বলে জানেনা ।
গাধা আর ঘোরাকে ,
ছাঁদনার তলা তে ,
ঘোরালেও তারা বাঁধা পড়েনা ।
ভেবনাকো বোকা সে ,
যদিও সে পারেনাকো গুনতে ,
যত বলি স্কুলে চল ,
সে কেবল খেলে বল ,
কথা যেন পায়না সে শুনতে ।
বয়সটা বেড়ে যায় ,
বন্ধুরা ছেড়ে যায় ,
তবু দেখ নেই তার লজ্জা ।
রকমটা দেখে তার ,
গায়ে জ্বর মা-বাবার ,
দাদু-দিদা নিয়েছেন শয্যা ।
খুকি তার ছোট বোন ,
করেছে একটা পণ ,
দাদাকে সে করবেই জব্দ ।
একা একা বসে ঘরে ,
চুপিচুপি বই পড়ে ,
লিখেছে সে এই বড় পদ্য ।
তার লেখা ছড়াতে,
দাদা চড়ে ঘোরাতে,
ধবি ঘাটে যায় জামা কাচতে ।
বিদ্যান বোন তার ,
হয়ে গেছে ডাক্তার ,
রোগী আসে তার কাছে বাঁচতে ।
খোকা বলে এইবার ,
বেড়ে গেছে বড় বার ,
জানেনা কি খুকিদের নেই দর ।
যদি হই মুখ্যু ,
নেই কোন দুঃখ্যু ,
বাংলায় খোকাদের ই দরকার ।
খুকিগুলো বড় হলে ,
বাবা-মা রা পরে ঝুলে ,
বড়-সর খোকা দেখে গলাতে ।
সোনা-দানা, টাকা যত ,
এমনি ই আসে সে তো ,
হয় নাতো ডাক্তারি ফলাতে ।
খুকি বলে তাই বটে ,
বুদ্ধিতো নেই ঘটে ,
সন্মান কাকে বলে জানেনা ।
গাধা আর ঘোরাকে ,
ছাঁদনার তলা তে ,
ঘোরালেও তারা বাঁধা পড়েনা ।
No comments:
Post a Comment