Monday, September 27, 2010

ভারতীয় ছেলের বাবা


আমার ছেলে করবে জামাই ! তাই কখোনো হয় নাকি !
এই বাজারে ঐ দামেতে জামাই পাওয়া যায় নাকি !
কি বললে লাখের ওপর ফাউ দেবে,

বাড়ি, গারি, গয়না গাটি- মেয়ের সঙ্গে তাও ভেবে ।
বিয়ের এখন সিজন রে ভাই , দাম বাড়বে অনেক আরো ,
অফ সিজনে দেখব ভেবে সেলের সময় আসতে পার ।
মেজর পা-টা গেছে কাটা , তাকেও অজন করতে পারি ,
সেজও তেমন সিক্ষিত নয় , তার কথাটাও ভাবতে পারি ।
সেজর বেলায় রিডাকসানটা , কম হবে ভাই দিচ্ছি বলে ;
কি হল কি এরই মধ্যে যাচ্ছ চলে !
শ্যাম বাজারে জামাই অনেক সস্তা ! তুমি হাসালে ভাই ,
তাভের মাল ও করছি হাজির , কার কটা চাই ।
তাদের সাথে এসব মালের তুলনা হয়! তুমিই বল ,
পরখ যদি করবে নাহয় আমার সাথে সেথায় চল ।
তুমি আমার বন্ধু যখন বলছ নাহয় কমেই দেব ;
কিন্তু আগেই দিচ্ছি বলে নগদ দামটা ব্ল্যাকেই নেব ।
বুঝনা ভাই, বাজার খারাপ , টিক্টিকিরা লেগেই থাকে,
এসব কথা বোলোনা আর , যখন তখন, যাকে তাকে ।
ঠিকানাটা লিখেই নাওনা , নম্বর দুই চোর বাগান ,
নামতো আমার সবাই জানে , ছেলের বাবা ইন্ডিয়ান ।

No comments:

Post a Comment