ওরে আমার নতুন পথের দিশারী
তুই খাঁচায় কেন পুরতে চাস প্রাণ ,
আকাশ ডাকে, বাতাস ডাকে
সাগর ডাকে যাকে,
খাঁচায় বসে কেমন করে
গাইবে সে তোর গান ।
তোর সবুজ প্রাণের প্লাবনে
তুই ভাসিয়ে দে তোর সুর ।
বন্দী পাখী ছাড়া পেলে
গাইবে সে ভরপুর ।
ওরে আমার নতুন পথের দিশারী -
তুই খাচায় কেন ধরতে চাস গান ।
ছন্দ-তালের সীমানা যাক ছাড়িয়ে -
সুরের স্রোতে গান তোর যাক হারিয়ে-
নতুন জগত্ শুনুক তোর
হৃদয় বীনার তান ।
Saturday, February 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment