বাবা তোমায় ডাকিনি তো কোনো দিনও
তাই করেছে রাগ ?
আজকে শুধু তোমার সাথেই করব খেলা ভাগ ।
মা তো কবেই গেছে ছেড়ে নিরুদ্দেশে ,
ভাই-বোন নেই কোনো
বাবা তোমায় থাকতে আমি দেব না ঘর-কুনো ।
লঙ্কা, চেতন, টোটো, নয়ন ,
থাকুক ঘরে বসে ,
আজকে শুধু তোমায়-আমায়
জমবে খেলে কষে ।
তবে চল বেড়িয়ে পরি
নীল পাহাড়ের দেশে ।
সবুজ সাগর সফেন ঢেউ
যার পায়েতে মেশে ।
ঐখানেতে পাহাড় ঘিরে গভীর জঙ্গল –
আঁধার রাতে হায়না যাবে হেসে ।
তোমার বুকে থাকব ভয়ে ঘেঁসে ।
দূরের থেকে দেখব কেমন চাঁদনি রাতে
ইতি- উতি চেয়ে –
হরিণছানা জল খেয়ে যায়
ঝরনা ধারায় গিয়ে ।
বাঘ ডাকবে হুম হুম হুম –সিংহ কেশর ফোলা
আমরা দুজন থাকব আপন ভোলা ।
হাতির দল শুঁড় দুলিয়ে চলবে হেলে দুলে
সঙ্গে ওদের ছেলে পুলে –
তবু আমরা পাব নাতো ভয় –
বল দেখি বাবা –সেটা কেমন করে হয় !
তাও জাননা- হেরে গেছ
খেলায় আমার সাথে ।
তুমি আমি যাব সেথায়
আমার কল্পরথে ।।
Saturday, February 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment