Tuesday, April 12, 2011

একটি পুরান কথা

কিছুদিন চোখ বুঁজে ছিলাম ;
ভাবলাম যা দেখি, যা শুনি ,
সেটা হয়ত আমার বোঝার ভুল ।
কথা ঘুরিয়ে বলতে গেলে
বলা যায় , একটু উঁচু জায়গা থেকে
নিচের লোক জনকে
সমান চোখে দেখার ভান যাঁরা করেন ,
তাঁরা বড্ড বোকা ;
কারন যখনি নিচের লোকটা
সমকক্ষ ভেবে বসার অপরাধ করে বসবে,
সেদিনি বোঝা যাবে
কার কোথায় অবস্থান ।
জায়গাটা যে উঁচু
সে মান অবশ্য দুনিয়া করে ।
আমি তুমি সহমত না হলেও করবে ,
কারন যত উঁচূ আসন, তত দাম বেশী ।
মেশামিশি টা তাই রাশ টেনে রাখা দরকার ।
কে জানে কখন কার অহমিকায়
আঘাত লেগে যায় । তার দায় এড়াবার
একটি উপায় –বন্ধু বল যে তোমাকে
রাখে বুকে । বন্ধু সেই যাকে নিন্দুকেও ,
তোমার দুঃখের সাথী বলে চেনে ।
বলে রাখা ভাল- বুঝলেও ,
দুনিয়ার চলা মুশকিল এ-সব তত্ত্ব মেনে ।

No comments:

Post a Comment