অনন্ত জিজ্ঞাসা নিয়ে, অসীম বিস্ময়ে
আমার অন্তর চেয়ে থাকে
আমার বাইরে চিরদিন ।
তবু তার হয়না তো জানা -
আছে নাকি শেষ চাওয়া-পাওয়া ।
হয় নাকি মিলন সাধন
যেমন রাতের কোলে শেষ হয় দিন ।
পৃথিবীর মাটি চায়
আকাশকে নিতে কাছে টেনে ,
সুদূর দিগন্তে চেয়ে থাকে
অতৃপ্ত নয়নে ;
জানে মনে কোনোদিন তাকে
হবে না তো পাওয়া ।
সান্ত্বনা তার শুধু দূর থেকে
মিলনের রেশ টুকু ,
নিজের চোখেতে দেখা
মরীচিকাসম
আকাশ-মাটিতে মিশে যাওয়া ।
Sunday, July 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment