আকাশের অসীমে নাকি কালের অন্তহীনে
কোথায় দাঁড়িয়ে আছি –
দেখেছি স্ব-চোখে আমায় ,
নাকি সে তোমারই ছায়া ,
ফিরে আসে হাজার আলোকবর্ষ পরে !
দেহের ভিতর প্রাণ
চলে নিরন্তর
সেকি শুধু শেষ হতে মৃত্যুর ঘরে !
অসীম অনন্ত স্রোতে কারা যায়, আসে কারা
কোন উৎস ঘিরে , প্রাণের আবর্তন,
একটাই লক্ষ নাকি সেখানেও আছে
দুই , সত্যের ও বিভাজন !
আমি কি আমার কল্পনা ,
সত্য কিছু নই,
তোমার আলোয় জন্ম
মৃত্যু ছায়ায় ,
ক্ষণিকের পরিচয়,
অসীম অনন্ত দেশ-কালে ,
কোনদিন কোন ক্ষনে কিছুই যদি না থাকে ,
সবই তো শূন্য শূন্য
শূন্য মনে হয় ...
Tuesday, July 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment