Wednesday, August 10, 2011

কালজয়ী প্রেম

তোমাকে ভালবেসে এত কিছু করি
টাকা, বাড়ি, গারি –
সময়ের স্রোতে ভেসে চলা ।

যেদিন ফেরালে মুখ ,
ক্ষত বিক্ষত বুক –
দিক বিদিকে হাহাকার ,
রক্তে রক্তে জ্বালা ।

শিশু পুত্র চেয়ে আছে মুখে ,
কি করে রক্ষা করি ওকে ,
বৃশ্চিক দংশনে কাঁদে ,
শিরা উপশিরা ।

অসহায়, আমি অসহায় ,
দুহাতে জড়িয়ে ধরি বুকে,
ছেড়ে দাও ছেড়ে দাও একে
দুরারোগ্য পীড়া ।

মৃত্যুর করাল ছায়া
গ্রাস করে কেন তাজা প্রাণ ।
বার্দ্ধক্যের এপারে বসে ,
তবু কেন ভালবাসি,
তবু কেন গাই আমি জীবনের গান ।

দিন যায়, মাস যায়, বছর বছর যায় চলে ,
তুমিও চলেছ সাথে , কালজয়ী প্রেম
আদি অন্তহীন ,
উত্তর মেলেনি কোনও কালে ।।

No comments:

Post a Comment