Friday, August 19, 2011

মন রে আমার মন

মন রে আমার মন –
কার আশাতে থাকিস উচাটন ।
বন্ধ যে সব দ্বার
সেইখানে তোর আঘাত বারে বার ।
বোঝেনা তোর কথা –
জানাস সেইখানে তোর ব্যথা –
মন রে আমার মন-
কেন ভুল পথে তুই চলিস সারাক্ষণ ।
দিক-দিগন্ত ভেদ করে আর
কালকে ঝেড়ে ফেলে
তুই কেন তোর পাখনা দিসনা মেলে ।
বন্ধ দরজা যদিও বা কেউ খোলে,
কি আসে যায় তাতে ।
তোর আকাশ তবুও ঢাকা থাকবে ঘরের ছাতে ।
দুঃখ-সুখে, দিনে রাতে
অরণ্যে পর্বতে ,
কার আশাতে থাকিস উচাটন ।
মন রে আমার মন,
অখণ্ড এক আকাশ জুরে
আগল খোলা ঘর ।
চিরন্তনী কাল আছে, নেই
কেউ আপন কিম্বা পর ।
অসীম শূণ্যে, ক্ষণকালের
এই যে জীবন,
এই তো পরম পাওয়া ।
জানিস নাকি এ পথে আর
নেই তো ফিরে যাওয়া ।
মন রে আমার মন
কোনও দিনও বুঝলি না তুই কেন –
কার আশাতে থাকিস উচাটন ।

No comments:

Post a Comment