Sunday, August 28, 2011

মায়ের ঠিকানা

ছোটো বেলার গল্প মাগো-বল না আমায় আজ,
তুমিও কি মা মরতে ভয়ে-পড়ত যখন বাজ ।
বৃষ্টি শুরু হলে-যেতে কিমা লুকিয়ে ছাতে,
কারুক্কে না বলে । বৃষ্টি যখন যেত থেমে
ছাতের থেকে এসে নেমে,কি করতে ছল –
তোমারও কি ছিল না কেউ, দিত না কেউ জল
ঢেলে মাথার পর –সর্দি লেগে যেন তোমায়
ধরে নাকো জ্বর । একলা বসে ভাবতে কি মা
এটা কেমন ধারা, বিচার ভগবানের –
বোঝেনা যে কেন রে কেউ, তোর কান্নার মানে
রাতের বেলা একলা শুয়ে, পেতে কি মা ভয় ,
ভুত তাড়াতে বলতে কি মা, জয় রামের জয় ।
আমার যে মা ভাল্লাগে না, একলা বসে থাকা ।
কাগজ কলম নিয়ে শুধুই ,খেলার বাড়ি আঁকা ।
তোমার বাড়ি কতটা দূর, বলনা আমায়-
নাহয় তুমি নিজেই এসে, নিয়ে যাও সেথায় ।
আমি থাকব লক্ষ্মী হয়ে, করব না দুষ্টুমি ,
শুধু তুমি থেক পাশে আমার কপাল চুমি ।
তোমার পাশে নিয়ে আমায় থেকো সারাদিন,
তোমায় ছেড়ে যাব না মা, কোথাও কোনদিন ।
বর যদি মা ডাকে আমায়, বলে এস আমার ঘরে,
তিন সত্যি যাব না মা ,রেখো তোমার করে ।
দিদির যখন বিয়ে হল নিয়ে গেল বর-
মনের দুঃখে কোথায় গেলে ফিরলে না আর ঘর !
এবার দেখো দু-হাত দিয়ে রাখব তোমায় ঘিরে,
শুধু আমায় লক্ষ্মী মাগো নিয়ে যা তোর ঘরে ।।

No comments:

Post a Comment