কাল এসেছিল ঝড় এই বনে
ভীষণ তান্ডব করে গেছে তারা ,
দেখ কত ভাঙ্গা ডাল পরে আছে,
পরে আছে পাখির ছানারা মুখ থুবরিয়া ।
বড় বড় গাছ সব
কাত হয়ে আছে এক পাশে ,
শিকড় নিয়েছে উপড়িয়ে-
পাগল বাতাসে ।।
একটা একলা গাছ সুন্দরী,
আছে সোজা মাথা উঁচু করে-
যেন পোড়া কাঠ- পাতাহীন ।
মনে হয় বাজ পড়েছিল কাল রাতে,
সুন্দরী গাছ নয় আর,
ওটা প্রাণহীন ।।
ঐ গাছে পাতার আড়ালে,
বাসা করেছিল জোরা পাখি।
বুকে তার ছিল আশা,
ছিল ডাকাডাকি-
পিয়া পিয়া পিয়া ।।
আসছে না সাথী কেন ফিরে ,
পাখির কান্না তাকে ঘিরে ।।
গাছটার গেছে যাক প্রাণ –
প্রকৃতির স্নেহ রূপে বাজ ,
নিভিয়ে দিয়েছে ছোট হিয়া ;
এই বনে ঐ গাছে
ডাকবেনা আর কোনও পাখি
পিয়া পিয়া পিয়া ।।
No comments:
Post a Comment