Thursday, September 22, 2011

কবির স্বপ্ন পুরাণ




তুমি আসনি কাছে, আসনি কাছে
আসনি কোনোদিন
আমি শরীর থেকে বেড়িয়ে গিয়ে

চেয়েছি প্রতিদিন

কলম কেউ টেনে ধরে,
গলাটা ধরে চেপে ;
বুকের মাঝে
নানা রকম শব্দ ওঠে কেঁপে

তারা চাপাই থেকে যায়-
ভাষা শুধু বলে আমায় ,
হায়রে বন্ধু হায়
অণু আর প্রেরণা তোর
জোরা তো লাগেনা
নতুন কোনও ভাবনা-ঠিকানা
পাওয়া  গেলনা  আর
মনের আকাশ শুধুই হল ভার

মনের আকাশ-বাতাস ভারি হল
ঝড় হলো না-বৃষ্টি উড়ে গেল
এলো মেলো শব্দ-বাতাস
মনেই গেল মিশে
কবি হবার আশা যত
স্বপ্নে গেল ভেসে ।।

No comments:

Post a Comment