Monday, December 12, 2011

যারা চলে গেল




নিথর শরীর একে একে ঢুকে যায়
লাশকাটা ঘরে
মুনাফা-লোভীর বিষাক্ত কালো জিভ
কুণ্ডলী পাকিয়ে  ঘুরে ঘুরে
শ্বাসরোধ করেছে এদের

অসহায়, অসুস্থ মানুষ এরা ছিল
খাটে শোয়া মৃত্যুর কবলে ছটফটিয়ে
ডেকেছিল রক্ষা কর, ডাক্তার, নার্স
সে সব আর্তনাদ বুকের ভিতর থেকে গেল
পায়নি খুঁজে গলা আহা কত যন্ত্রণায়,
সবার অলক্ষ্যে চলে গেল এরা

হাসপাতাল সেবা-প্রতিষ্ঠান মুমূর্ষু
রোগীর কাছে ডাক্তার যেন ভগবান
এই তার রূপ হাসপাতাল তো নয়
যেন অন্ধকূপ ঢলে পড়ল অকালে
মৃত্যুর কোলে, মা , ভাই, পরিবার
পরিজন , কার পাপে

টেনে এনে ফেল রাস্তায়, মুনাফা-লোভীর দল
এদের কাছে মানুষের প্রাণ
বিক্রি হয়ে যায় নিরাময় হবার আশায়
  আসে যারা- এরা বেঁধে ফেলে
লোভের নাগপাশে, ছেড়ে দেয় জরাজীর্ণ
তাতেও মেটেনি খিদে, আরও আরও আরও
লাভ চাই
জতুগৃহ তৈরি করে ছেড়েছে বাজারে
মরছে, পুড়ছে কত রোগী
নিশ্চিন্ত, বেখেয়ালে 
এরা সিন্দুকে টাকা ভরে

No comments:

Post a Comment