ছায়া
তার তীব্র দৃষ্টি আমার অন্তরের অন্তঃস্থলে
শীতল প্রস্তর রেখে গেল ।
তার ভার বয়ে বয়ে ফিরি।
জনতার ভীরে দেখি তার জ্বালাময়ী চোখ-
যেন ডেকে বলতে চায় শেষ হোক শেষ হোক ।
শেষের সুরু তো সেই জন্মের প্রথম লগনে
শুরু হয়ে ছিল । শৈশবে পড়েনি মনে,
যৌবনও চলে গেল ।।
কি তীব্র আকর্ষণ, নির্মম নিষ্ঠুর ঠেলে ফেলা –
এখনি এসোনা কাছে, এখনো রয়েছে বেলা ।
আমার দুচোখ দেখে আমারই আয়না –
চেয়ে আছে নির্নিমেষ, চোখ ফেরাতে চায়না।।
তার কালো মসলিন চোখে ,
ঝকে ঝকে তারা ,
আমায় করেছে দিশা হারা ।।
একা হলে আসেনা কাছে দূর থেকে দেখে –
বিদ্রূপ ভরা চোখ হাসি ঢেকে রাখে ।।
কে গো তুমি রাত্রিবাসী মায়াময়ী ছায়া ,
আমার স্বপ্ন নিলে কেড়ে ,
যেতে যদি হয় ছেড়ে
আমার জীবন-
এস কাছে বেঁধে ফেল
আগুনের সাত ফেরে ।।
No comments:
Post a Comment