Saturday, August 17, 2013

অযাচিত

অনেক বছর পার করে অনেক টা সময় ধরে
মনে রাখা কথা-গুল বড় কষ্ট পায়,
কেন রেখেছ মনে,
কেন ছাড়নি আমায় বিস্মরণের হাতে,
কিছু কি পেয়েছ তুমি বলতো আমায়-
তবে কেন সযত্নে পালন কর
অন্ধকার তমসায় পুতি গন্ধ ময় নরকের অন্ধকারে-
ছেরে দাও ছেরে দাও যেতে দাও আমায় ।।
যেতে দিতাম তোকে রাখিনি তো মনে-
কোনো কোনো মানুষের কাছে,
অকাঙ্খিত পাওয়া, না চাইতেই অনেক অনেক
ভাল কথা রঙ্গিন মোড়কে মোরা
তখনি হটাত করে বিদ্রূপের হাসি-
আঘাত করে হৃদয়ের দরজায় ।।
কেন কেন কেন কেউ খেলা করে অপরের বিশ্বাস নিয়ে –
কি আনন্দ পায়-
আর তখনি তোদের কথা মনে পড়ে
নিম তিত –উপহার যখন আসে অযাচিত
অবজ্ঞার সাথে ভীষণ আঘাতে-
 তোকে মনে পড়ে যায় ।।

No comments:

Post a Comment