আমি উদ্ভিদ , সবুজ শ্যামলা ঘাস
আদিগন্ত ছেয়ে থাকি
আমার বুকের পরে
কচি কচি ঘাস ফুল মাথা তুলে চায়
আকাশে তাকায়
আমি মহীরুহ হয়ে মাটি কামড়ে থাকি
আম জাম বট ফলে ডাল পালা ঢাকি
বেল যুই গোলাপের গাছে
প্রাণ পেতে রাখি
আমি প্রকিতির দান
আমি তোমাদের কন্যা সন্তান
চারি দিকে কান পেতে শোনো
প্রকিতি বলছে ডেকে
সবুজ বাঁচাও
সবুজ ধংশ শেষ হলে
পৃথিবীটা অগ্নি গর্ভে যাবে চলে -
তোমরা কি চাও !
আমি তোমাদের কন্যা সন্তান
আমাকে বাঁচাও
আদিগন্ত ছেয়ে থাকি
আমার বুকের পরে
কচি কচি ঘাস ফুল মাথা তুলে চায়
আকাশে তাকায়
আমি মহীরুহ হয়ে মাটি কামড়ে থাকি
আম জাম বট ফলে ডাল পালা ঢাকি
বেল যুই গোলাপের গাছে
প্রাণ পেতে রাখি
আমি প্রকিতির দান
আমি তোমাদের কন্যা সন্তান
চারি দিকে কান পেতে শোনো
প্রকিতি বলছে ডেকে
সবুজ বাঁচাও
সবুজ ধংশ শেষ হলে
পৃথিবীটা অগ্নি গর্ভে যাবে চলে -
তোমরা কি চাও !
আমি তোমাদের কন্যা সন্তান
আমাকে বাঁচাও
No comments:
Post a Comment