লোভি হাত
পাতার আড়ালে ঢাকা
অনেক মমতা মাখা
নরম ছোট্ট কলি
ছিল প্রতিক্ষায়
উন্মোচনের
লোভি হাত অপূর্ণ সেই বুকে
হাত দিল
আকাশ ঢাকল চোখ
বাতাস চলা ভুলে গেল
ছিল বাগানের মালি
সে হাত ভেঙ্গে টুকরো টুকরো
করে. ছড়ালো পথে
আমি অকপটে চেয়ে থাকি
পারিনি কেন পারিনি আমি ;
লোভির সে হাত ,
এমনি মুক্ত নিষ্ঠুরতায়,
প্রকাশ করে দিতে .
No comments:
Post a Comment