তোর প্রেম তোকে ফিরে চায় ;
যখন চুলে পাক ধরে
লোল চর্ম তবু ও জান্তব ক্ষুধা
কিছু চায়
কি করে তখন ?
তখন কি করে ফিরে পায়
আত্ম বিশ্বাস !
হৃদয়ের লজ্জা টা কে কোথায় লুকায়?
মন ডাকে ফিরে আয়
মনের ভিতর - সেখানে সান্ত্বনা
তোর প্রেম তোকে ফিরে চায় ;
তুমি ফিরবে না আর এমনি তো মনে হয়
যখন স্বপ্ন দেখার মন পরে থাকে,
আকাশে বাতাসে নি:শ্বাসে
অভিলাষে ,
চোখের তারায় রোমে কূপে রোমে কূপে;
শুধু সান্ত্বনা মেলেনা যে
বিশ্বাসে
তুমি ফিরবে না আর এমনি তো মনে হয়
যখন চুলে পাক ধরে
লোল চর্ম তবু ও জান্তব ক্ষুধা
কিছু চায়
কি করে তখন ?
তখন কি করে ফিরে পায়
আত্ম বিশ্বাস !
হৃদয়ের লজ্জা টা কে কোথায় লুকায়?
মন ডাকে ফিরে আয়
মনের ভিতর - সেখানে সান্ত্বনা
তোর প্রেম তোকে ফিরে চায় ;
তুমি ফিরবে না আর এমনি তো মনে হয়
যখন স্বপ্ন দেখার মন পরে থাকে,
আকাশে বাতাসে নি:শ্বাসে
অভিলাষে ,
চোখের তারায় রোমে কূপে রোমে কূপে;
শুধু সান্ত্বনা মেলেনা যে
বিশ্বাসে
তুমি ফিরবে না আর এমনি তো মনে হয়
No comments:
Post a Comment