হারু এসে বললে বাবা জানো,
আমার পদ্য চুরি করে প্রথম হল পানু ;
বাবা বলেন , কি বলছিস বলতো ;
তুই যে ভাল পদ্য লিখিস এ কথা সে জানতো ?
কেমন করে পদ্য করে চুরি !
পদ্য তো নয় ছোলা কিম্বা মুড়ি ।
হাত দিয়ে তো যায়না ধরা তা কে,
যত্ত সব আজব কথা, যা তো এখান থেকে ।
হাত দিয়ে নাইবা ধরা গেল,
বুদ্ধি দিয়ে চুরি করে নিলো ।
কেমন করে ছন্দ-মিলে কথা বলতে পারি,
সেটা যখন মাথায় আমার এলো-
চিঠি লিখে জানিয়েছিলাম তাকে ।
ভাব একবার !!
চুরি করে নিলো চিন্তা টা কে ।
আমার লেখা প্রকাশ হবার আগে ;
নিজে একটা মস্ত লিখে দিল ,
সবাই বললে ‘হিরের টুকর’ তাকে
তাই সে প্রথম হল ।
বাবা বলেন শোন রে তোকে বলি
যত ই আমরা ভেবে চিন্তে চলি,
এমন সব ধনি ঘরের চোর ,
চালাক চতুর ভীষণ ধুরন্ধর ।
অন্য কিছু নতুন চিন্তা করে ,
শিগগিরি দে ইন্টারনেট এ ভরে ।
যা গেছে তা যাবার ছিল তোর ,
কিন্তু এবার ভয়টা পাবে চোর ;
ইন্টারনেট এ সময় দেখা যায় ।
চিন্তা চুরি অত্ত সোজা নয় ।
প্রথম চিন্তা নাম করা সেই চোর,
নিলেই বা কি -সব রাত ই হয় ভোর ।।
এখন থেকে চিন্তা চুরি গেলে
ধরবে পুলিশ সময় বোঝা গেলে ।
No comments:
Post a Comment