আমার ভিতরে বসে ডানা ঝাপটায় ,
কোন পাখি -কবুতর !
তার বকম বকম ডাকে
ডুবে যায় প্রাণ , উদাসী ব্যাথায় ।
তবু তার ডাক ,
ঘেরে পাকে পাকে.
আমার হিয়াকে -
রাখে বন্দী করে এই ইঁটের পাঁজায় ।
আমার চোখের কোনে ডানা ঝাপটায়
কোন পাখি - সেকি সবুজ টিয়াটি ?
কবে পাবে ছাড়া যাবে উড়ে
সহস্র যোজন দূরে ওই নীল আকাশে ,
ছাড়া কবে যে পাবে সে ।
আমার জীবন জুড়ে বসে আছে কোন পাখি
সে কি তোতা ।
যত কথা তার যেন সেখান বুলিটি ।
নাই হেল-দোল নাই আশা ,
যত ভালবাসা সব ঢেলেছে আগুনে ,
সে আগুনে সেঁকে খায়
চাপ চাপ ব্যাথা ।।
No comments:
Post a Comment