একটা দুটো চারটে ছটা শীল পরেছে গোটা গোটা ;
সঙ্গে বৃষ্টি ফোঁটা ফোঁটা ;
গরম তবু গিয়েও যেন যাচ্ছে না ।
বন-বন-বন ঘুরছে পাখা ,জানলা দরজা পরদা ঢাকা
জলের গ্লাসে বরফ রাখা ;
তৃষ্ণা তবু মিটেও যেন মিটছে না ।
গোল গোল পাকিয়ে চোখ , বিধানবাবু করেন রোখ ,
অঙ্কগুলো খাতায় টোক ,
বিশুখোকার মাথায় কিছু ঢুকছে না ।
সোঁদা গন্ধ ঢুকছে নাকে, বাইরে আকাশ ডাকছে তাকে,
আজ কি পড়ায় মনটা থাকে ;
বিধানবাবু কেন যে ছাই বুঝছে না ।
এমন সময় এলেন মা, হাতে নিয়ে গরম চা ,
সঙ্গে আবার সরভাজা ;
বিশুর বুকে বাজছে ছুটির গান ।
চায়ের কাপে চুমুক মেরে, সরভাজাটা মুখে পুরে ,
অঙ্ক খাতা হাতে ধরে ;
বিধানবাবু টানেন বিশুর কান ।
লক্ষীছাড়া দুষ্টু বাঁদর , মনটা কোথায় থাকে রে তোর ,
অঙ্কগুলো মন দিয়ে কর ;
বিধানবাবু ছাড়েন সিংহনাদ ।
বিশুর কুকুর দুষ্টু ভুলো , খাটের তলায় ঘুমিয়ে ছিল ,
চমকে উঠে লম্ফ দিল ;
বিধানবাবু হলেন কুপোকাত ।
সঙ্গে বৃষ্টি ফোঁটা ফোঁটা ;
গরম তবু গিয়েও যেন যাচ্ছে না ।
বন-বন-বন ঘুরছে পাখা ,জানলা দরজা পরদা ঢাকা
জলের গ্লাসে বরফ রাখা ;
তৃষ্ণা তবু মিটেও যেন মিটছে না ।
গোল গোল পাকিয়ে চোখ , বিধানবাবু করেন রোখ ,
অঙ্কগুলো খাতায় টোক ,
বিশুখোকার মাথায় কিছু ঢুকছে না ।
সোঁদা গন্ধ ঢুকছে নাকে, বাইরে আকাশ ডাকছে তাকে,
আজ কি পড়ায় মনটা থাকে ;
বিধানবাবু কেন যে ছাই বুঝছে না ।
এমন সময় এলেন মা, হাতে নিয়ে গরম চা ,
সঙ্গে আবার সরভাজা ;
বিশুর বুকে বাজছে ছুটির গান ।
চায়ের কাপে চুমুক মেরে, সরভাজাটা মুখে পুরে ,
অঙ্ক খাতা হাতে ধরে ;
বিধানবাবু টানেন বিশুর কান ।
লক্ষীছাড়া দুষ্টু বাঁদর , মনটা কোথায় থাকে রে তোর ,
অঙ্কগুলো মন দিয়ে কর ;
বিধানবাবু ছাড়েন সিংহনাদ ।
বিশুর কুকুর দুষ্টু ভুলো , খাটের তলায় ঘুমিয়ে ছিল ,
চমকে উঠে লম্ফ দিল ;
বিধানবাবু হলেন কুপোকাত ।
No comments:
Post a Comment