লাল সেলাম শিকল নাকি ভেঙ্গে গেছে ,
কারাগার আজ মুক্ত ,
তবুও বিচার পায়না শ্রমিক,
আজো সে কেন অভুক্ত ।
তারা শ্রমজীবি, তারা কাজ করে ,
ঘামে ঝরে তার রক্ত ,
এস ভাই সব, এস তার পাশে ,
তার হাত কর শক্ত ।
সারাদিন তার যুদ্ধ চলেছে,
নেই দিন নেই রাত ,
সে হাত ডাকছে তোমাদের আজ
শেষ করো কালো রাত ।
শিকল যে তার হীনমন্যতা,
শিক্ষা পায়ের বেড়ি ;
তাকে মান দাও, শিক্ষিত কর –
আর কেন কর দেরি ।
শ্রমিক তোমার রক্ত ঝরিয়ে
গরেছ আমার দেশ ;
তোমার কাছে আমাদের ঋণ
কখোনো হবে না শেষ ।
আজকের এই প্রখর রৌদ্রে–
তোমার কাছে এলাম –
প্রাণের ভিতর ঝঙ্কারে আজ -
জানাই লাল সেলাম ।
Tuesday, April 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment