তিন্তি তিতান তিন্তি তিতান
তিন্তি তিতান তিন্নি ,
ধাঙ্কা নাকুড় নাকুড় নাকুড়
নাচছে দেখ গিন্নি।
নাঞ্ছে দেখ পুরুত ঠাকুর
নাচছে দেখ ঢাকিটা ,
নাচছে দেখ বাবামশাই
আর কে রইল বাকিটা ।
আর বাকি নেই আর বাকি নেই-
নাচছে দেখ সব্বাই ।
নাচছে কেন সবাই মিলে
ভাবছ তুমি বসে তাই ?
ভেবে ভেবে কুল পাবেনা-
এটা নাচের দেশ যে ,
নেচে নেচে চলে সবাই
দেখতে লাগে বেশ যে ।
ভোটের বাজনা বেজে গেছে
প্রার্থীরা সব ব্যাস্ত ,
রাস্তা জুড়ে নাচন-কাঁদন
লোক জমেছে মস্ত ।
বাবা-মশাই ভোট দিতে যান –
সঙ্গে নিয়ে ছেলের দল –
ভোটটা তুমি যাকেই দেবে-
হবে কি সেই একই ফল ??
হাসপাতালে রোগী মরে-
নেচে বেড়ান ডাক্তার ।
পুলিশ নাচে ঘুষের লোভে,
উকিল পাবে ভাগ তার ।
মন্ত্রী নাচেন ভাষন দিয়ে-
ভীষণ কর্ম-কান্ড ,
দেশ-বিদেশে নেচে বেড়ান ,
শূণ্য তাদের ফান্ডও ।
মন্ত্রি নাচেন, ক্যাডার নাচে
নাচেন যত আমলা ;
ধাঙ্কা নাকুড় নাকুড় নাকুড়
মরছে সোনার বাংলা ।।
Thursday, April 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment