Wednesday, June 1, 2011

চিন্তা

বৌদিমনি, মেয়ের আমার বিয়ে ।
ছেলে কলের মিস্ত্রী, ভালই রোজগার ।
যদিও টাকা চায়নি তারা
তবুও কাজে ভালই খরচ হবে ।
উতরে যাবে, যদি তোমরা দাও
কিছু টাকা ধার ।

মনে মনে শিউড়ে উঠলাম
এ আবার কি জ্বালা ।
ধার দিই আর
তাই নিয়ে তুই পালা ।

মুখে বললাম বাহ বাহ
বেশ কথা ।ধার চাইছ, এ আর এমন কি!
কিন্তু মেয়ে আমার বিদেশ যাবে
পড়বে সেখানে, তার যে অনেক ফি ।
অনেক টাকার ব্যাপার ।
ইচ্ছে থাকলেও পারবনাকো বাপু, তোমায় দিতে ধার ।

করুন মুখে করছে বাড়ির কাজ ,
চিন্তা চোখে –মুখে ,
বাপ মরা এক মেয়ে ,
কেমন করে বিয়ে যে দেয় ওকে ।
টাকার জোগার নেই,
নেই কোনো সম্বল ।
ডেকে বললাম ও বৌ দাও
দেখি ফ্রিজের থেকে একটু ঠান্ডা জল ।

তার জীবনে সবটুকু বঞ্চনা ,
দুঃখ, কষ্টে ভরা ,
আমার চিন্তা কেমন করে এড়াই
তার, টাকাটা ধার করা ।।

No comments:

Post a Comment