Sunday, June 5, 2011

আনন্দধারা

তোমরা ভুলকে দেখ , কষ্টকে লেখো ,
সে সব তোমাদের প্রিয়কে ঘিরে থাকে ।
একটা জন্মে এত ভুল করে মানুষ
এত কষ্ট পায় – তবু ভালবাসে তাকে ।
যাকে হয়ত তারা মনে করে
মনের মতন – যার কাছে-দূরে ,
মন ঘোরে সারাক্ষন ।যার আঙুল
লাট্টুর মতন ঘোরায় তাকে ।

তোমাদের কাছাকাছি আমিও ছিলাম
কোনোদিন । আমিও দিয়েছি ঢেলে
মন-প্রাণ সবই । বুঝিনি প্রাণের কোনে ,
আমার ঈশ্বর বসে চোখ মেলে ,
আমারই অপেক্ষায় –আমি
কি করে ভুলেছি তাকে ।
যে প্রেম পবিত্র তার অপমান
সয়না আমার । ততটুকু দেব ভালবাসা
যার প্রতিদান পাব ।
কষ্ট যা দেবে লোকে তাকে
পলকে ভুলাব । আমি সৃষ্টি ঈশ্বরের
অসীম অনন্ত প্রান থেকে –
এক কনা জগতে এসেছি ।
অফুরান প্রেম স্রোতে –
আমি যে ভেসেছি ।

তোমরা ভুলকে দেখেছ
ভুল করে । একবার সত্যকে দেখ ।
কষ্ট পেয়েছ যতবার –
ততবার অনন্দকে ডাক ।।

No comments:

Post a Comment