Sunday, June 12, 2011

আমি বন্য আদিম মানবী

আমি যদি হতাম লাবণ্য-
তোমায় দেখে সাউথ সিটি মলে
শেলী, কিটি বা মিলির সাথে ,
কাফে-কফি-ডে-র চেয়ারে আড্ডারত –
চেয়ার টেবিল উলটে
কলার ধরে তোমায় টেনে আনার
ইচ্ছে টাকে বুকের মাঝে চেপে –
অনায়াসে এগিয়ে যেতাম ঠোঁটের কোনায়
শ্লেষের হাসি ঝুলিয়ে ।

যদি আমি লাবণ্য হতাম,
তোমার ঘৃণিত সহবাস
শেলী, কেটি বা মিলির সাথে
আমার বিদ্রূপের বন্যায় ভাসিয়ে –
আমারদের ‘অমর-প্রেম’ ফ্রেমে বন্দী
মনের মণিকোঠায় রাখতাম ঝুলিয়ে ।

কিন্তু আমি নই লাবণ্য-
আমি বন্য
আমি হিংস্র আদিম মানবী ।
তোমার সকল বিথ্যাচার
তছ-নছ করে –
তোমার অসহনীয় উন্নাসিক চরিত্র কে
ছিন্ন-ভিন্ন করে
ছড়াব আকাশে ।
কারন আমি নই প্রেমের কবিতা
আমি নই বন্যা, মিতার ।
আমি বন্য, আদিম মানবী ।

No comments:

Post a Comment