Monday, June 13, 2011

গন্তব্য

গন্তব্যের গভীরে ঢুকে পড়েছে ধূলা বালি ।
আমি বৃথা পথ চলি
সুখের আশায় ।
ঐ দূরে ঐ দিগন্ত রেখায়
দেখা যায় সুর্য অস্তগামী ।
পিছনে এসেছি ফেলে যা কিছু
বেসেছি ভালো, যত কিছু দামী ।
আজ মনে হয় ,
যে পথ ধূলায় ভরা , বালিময় সাহারায় টানে ,
কেন আমি চলেছি সে পথে ,
ফেলে রেখে জীবন সুন্দর ,

জীবন-যৌবন তোর থাকুক তফাতে ;
মরণ যে চির সাথী তোর –
বলে গেলে তুমি কানে কানে ।

No comments:

Post a Comment