পিছনে যত দূর মন যায় –
ততদূর চোখ ,
অনুভবে ফিরে ফিরে যাই ,
এ গলি ,সে গলি হাতড়াই ,
তুমি ভাব এ আমার মনের অসুখ ;
তুমি তো জানোনা
কে যেন আমায় রোজ –
পিছু থেকে ডাকে ,
কি যেন বলতে চায় –
হয়নি তা শোনা ।
অতীতের জানালা দিয়ে –
উঁকি মেরে যায় ,
ছুঁয়ে যায় মন ,
কে ঘোরে আমার সাথে ছায়ার মতন ।
সে আমার মানসী প্রতিমা
আমার প্রথম প্রেম আমার রচনা ;
ধীরে ধীরে হাড়িয়ে গেছিল
জীবনের ভীরে ,
সে আমার, মনের আয়নায় –
হাতছানি দিয়ে ডাকে ,
কত যত্নে লালন করেছি তাকে
অন্তরের অন্তঃপুরে
সকলের চোখের আড়ালে ।
তারপর কেটে গেছে কত যুগ-
ভুলে গেছি আমার আমিকে ,
আজ সে একাকীনি, ছিন্নমুল
ডাকে বার বার-
কি চেয়েছ হতে ,আর কি হয়েছ আজ ।
দেখ একবার,
Thursday, June 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment