আর কত দূরে আছ তুমি
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয় ।
ভাঙ্গা ভাঙ্গা সিঁড়ি কতটা উঠেছে ,
কত দূরে গেলে পাব তোমায় ।
আমি চাইনা কিছুই
আমি নিজের ভাগ্য করব জয় ।
কোন পথে গেছে সবাই
যাদের বেসেছ ভালো –
কোন পথে গেলে দেখব
তারারা জ্বেলেছে আলো ।
চন্দ্র সূর্য চাইনা আমার
শুধু চাই তোমায় ।
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয়,
আঁকা বাঁকা পথ কতটা গিয়েছে,
কত দূরে গেলে পাব তোমায় ।
সাদা-কালো নয় পৃথিবী আমার ,
বড় রঙ্গিন ।
সেখানে দিন রাত সব একসাথে ঘোরে ,
মন্দির আছে মূর্তিহীন ।
মহাকাশ আর মহাকাল জুরে ,
ওঁকার ধ্বনি ঐ বাজে ।
বিন্দুতে আর সিন্ধুতে তুমি
সবার মাঝে ।
নিয়েছে বাসা ।
তোমার স্বপ্ন চোখে নিয়ে আজ
অনন্ত এই স্রোতে ভাসা ।
কত কাল গেলে কত যুগ গেলে
পাব তোমায় ,
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয় ।
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয় ।
ভাঙ্গা ভাঙ্গা সিঁড়ি কতটা উঠেছে ,
কত দূরে গেলে পাব তোমায় ।
আমি চাইনা কিছুই
আমি নিজের ভাগ্য করব জয় ।
কোন পথে গেছে সবাই
যাদের বেসেছ ভালো –
কোন পথে গেলে দেখব
তারারা জ্বেলেছে আলো ।
চন্দ্র সূর্য চাইনা আমার
শুধু চাই তোমায় ।
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয়,
আঁকা বাঁকা পথ কতটা গিয়েছে,
কত দূরে গেলে পাব তোমায় ।
সাদা-কালো নয় পৃথিবী আমার ,
বড় রঙ্গিন ।
সেখানে দিন রাত সব একসাথে ঘোরে ,
মন্দির আছে মূর্তিহীন ।
মহাকাশ আর মহাকাল জুরে ,
ওঁকার ধ্বনি ঐ বাজে ।
বিন্দুতে আর সিন্ধুতে তুমি
সবার মাঝে ।
নিয়েছে বাসা ।
তোমার স্বপ্ন চোখে নিয়ে আজ
অনন্ত এই স্রোতে ভাসা ।
কত কাল গেলে কত যুগ গেলে
পাব তোমায় ,
আমি কিছুটা বুঝেছি কিছুটা নয় ।
No comments:
Post a Comment