এখন রাতের ভোর
তারারা একে একে যাচ্ছে ঘুমের দেশ ।
পাখির সাথে সাথে
ডানা ঝাপটায়ে জাগছে শহর ।
এখনো আমার ভাঙেনি ঘুমের রেশ ।
আকাশে সোনা আলো
কোনও তারা এখনো উঁকি মেরে যায় ।
আমার শরীর-মন
তোমার ওমেতে মাখো মাখো ।
এখনো তোমার গন্ধ আছে বিছানায় ।
চুরি করে গেলে যে মাহেন্দ্র ক্ষণ
জীবনের ভোরে ,
আমার রোমে রোমে তার আহ্বান ।
এখনো রয়েছে ঘিরে ।
এখন রাতের শেষে
পৃথিবী জাগে ছেড়ে ঘুমের দেশ ।
আমি জীবন ভর আছি প্রতীক্ষায়
নিয়ে তোমার আবেশ ।।
Saturday, June 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment