ছোটো একটা জানালা পুবের
খোলা রাখি।
আলো আসে দেখি যেন
বন্যা - সে নিয়ে যায় সকল আঁধার
আমার ঘরের, ছোট্ট একটা জানালা শুধু
রাখি খোলা । মনে আশা হাওয়ায় ভাসা
তোমার দেশের তরঙ্গ সে
যদি আসে । আমার আকাশ বাতাস
যদি যায় ছুঁয়ে সে ।
পুবের একটা জানলা,
আমি বন্ধ হতে দিইনা তাকে,
ঝড়রের রাতে বৃষ্টি ভেজা হয়েও তবু
সেই জানলায় দাড়িয়ে দেখি
আসছ নাকি
মনেও আমার পড়ে নাযে
জান কিনা তুমি আমার সেই ঠিকানা
পুবের জানলা খানা ।।
No comments:
Post a Comment